ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ। তবে বিগত বহু বছর তারা কড়ায় গণ্ডায় প্রতিদান আদায় করেছে। আজো ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি। সীমান্তে মানুষ মারা হয়। উজানে ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি করে। তারা বিনা অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।